হাতে লম্বা দড়ি, কাঁধে বাধা বেল্ট। দড়ির সাহায্যে কাঁধে ও পায়ে ভর দিয়ে টেনে নেয়া হচ্ছে ট্রাক। ট্রাকের ওপর রাখা বিশাল ক্রেন।লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ২০৯ কিলোমিটার দূরের শহর মিসরাতা চলছে দেশটির অ্যাথলেটদের এ ট্রাক টানা প্রতিযোগিতা। দ্বিতীয়বারের মতো এই আয়োজন ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ।
নিয়ম অনুযায়ী রেফারির নির্দেশ মেনে যে যতো আগে ছুঁতে পারবেন লক্ষ্য সেই হবেন বিজয়ী। লিবিয়ান অ্যাসোসিয়েশন ফর আর্ম রেসলিংয়ের আয়োজনে এবারের প্রতিযোগিতায় অংশ নেন ১২ জন ক্রীড়াবিদ।
আরও পড়ুন:
প্রতিযোগিতায় অংশ নেয়া এক প্রতিযোগী বলেন, ‘আমি কখনো আশা করিনি, আমি এখানে ট্রাক টানা খেলায় অংশগ্রহণ করতে পারবো। আমি আগে এ খেলাটি কেবল টিভিতে দেখতাম। খুব সুন্দর খেলা। আমি এটি সম্পর্কে আরও জানতে চাই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আয়োজন, দর্শকদের উপস্থিতি এবং পরিবেশ সবকিছুই খুব সুন্দর ছিলো। যদিও প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অর্জন করেছি। আমি অভিজ্ঞতাটি অনেক উপভোগ করেছি।’
আয়োজন উপভোগ করতে আসা এক দর্শক বলেন, ‘সত্যি বলতে প্রথম আমি প্রতিযোগিতাটি দেখছি। আমি আয়োজক কমিটিকে আমাদের প্রিয় শহর মিসরাতায় এ প্রতিযোগিতাটি পুনরায় করার জন্য অনুরোধ করছি। সত্যি বলতে আমরা যুদ্ধ এবং রাজনৈতিক পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত। আমরা আমাদের প্রিয় দেশে নিরাপত্তা ও নিরাপত্তা কামনা করি। আমরা আশা করি এ প্রতিযোগিতাগুলো আমাদের প্রিয় শহরে পুনরাবৃত্তি হবে, এবং লিবিয়ার অন্যান্য শহরগুলোতেও আয়োজন হবে।’
আয়োজকরা জানান, চলতি বছরের প্রতিযোগিতায় প্রতিযোগী এবং দর্শকদের আগ্রহ ও অংশগ্রহনে ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে অনুশীলন করতে ইচ্ছুকদের প্রশিক্ষণ দিতে একটি ক্লাব খোলার পরিকল্পনা করছেন তারা। চলতি বছর ১১ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন আবদেল রহমান মুসা। তাকে দেয়া হয় ৪ হাজার লিবিয়ান দিনার।





