বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর অস্ত্রসহ গ্রেপ্তার

র‍্যাবের সংবাদ সম্মেলন
র‍্যাবের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি মো. মুশফিক উদ্দীন টগরকে (৫০) রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) র‍্যাব-৩ জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে টগরকে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার শফি উদ্দীনের ছেলে।

এসময় তার কাছ থেকে ১টি রিভলবার, ১টি ম্যাগজিন, ১টি কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড গুলি, ১টি মিসফায়ার গুলি (৭.৬২ মি.মি.), ১টি শর্টগানের খালি কার্তুজ, ২টি মুখোশ ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে টগর স্বীকার করেছেন, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন তিনি। এ ঘটনায় লালবাগ থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ