লিভারপুলের শেষ সময়ের জয়সূচক গোল, স্মরণ করাচ্ছে ফার্গি টাইমকে

লিভারপুলের শেষ সময়ের জয়সূচক গোলের মুহূর্ত
লিভারপুলের শেষ সময়ের জয়সূচক গোলের মুহূর্ত | ছবি: সংগৃহীত
1

কোচ অ্যালেক্স ফার্গুসনের নব্বইয়ের দশকের বিখ্যাত ‘ফার্গি টাইম’কে স্মরণ করিয়ে দিচ্ছে আর্নে স্লটের লিভারপুল। এ মৌসুমের সব ম্যাচেই শেষ দশ মিনিটের গোলে জয় নিশ্চিত করেছে দলটি। আর এতেই শুরু হয়েছে সেই ‘ফার্গি টাইমের’ আলোচনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) তাদের শেষ ম্যাচেও ভার্জিল ভ্যান ডাইকের ৯২তম মিনিটে করা জয়সূচক গোলটি সেই আলোচনাটাকেই যেন জোরালো করছে।

ফুটবলের পাঁড়ভক্ত হয়ে থাকলে ‘ফার্গি টাইম’ শব্দটা অপরিচিত হওয়ার কথা নয় কোনোভাবেই। নব্বইয়ের দশকের শেষভাগে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের দুর্দান্ত কারিশমায় ফুটবল বিশ্বে প্রচলন হয় ফার্গি টাইমের।

ম্যাচের অন্তিম সময়ে গোল করে ম্যাচ জেতার অবিশ্বাস্য এক ধারা শুরু করেছিল সেই সময়ের রেড ডেভিলরা। কোচ ফার্গুসনের নাম অনুসারে সেটা হয়ে যায় ‘ফার্গি টাইম’।

প্রায় দুই যুগ পর এসে সেই ফার্গি টাইমের নতুন সংস্করণ যেন ফুটবলে ফিরিয়ে আনলেন আর্নে স্লট। ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কোচ হয়ে এই মৌসুমে সব ম্যাচেই জয় পেয়েছেন শেষ দশ মিনিটের গোলে। যার সবশেষ উদাহরণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে। ৯২তম মিনিটে অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের গোলে অলরেডরা জয় পেয়েছে ৩-২ ব্যবধানে।

চলতি মৌসুমে লিভারপুল এ নিয়ে টানা ৫ম ম্যাচে ৮০ মিনিটের পর জয় নিশ্চিত করেছে। বোর্নমাউথ ম্যাচে কিয়েজা-সালাহ, নিউক্যাসেল ম্যাচে রিও এনগুমোহা, আর্সেনাল ম্যাচে ডমিনিক সবোস্লাই এবং বার্নলির বিপক্ষে জয় এনে দিয়েছিলেন সালাহ।

আরও পড়ুন:

প্রথম দল হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে ৮০ মিনিটের পর জয়সূচক গোলের রেকর্ডটাও করে ফেলেছে আর্নে স্লটের দল।

ইংলিশ ফুটবলের ১৩৭ বছরের দীর্ঘ ইতিহাসে লিভারপুলই একমাত্র দল হিসেবে টানা ৫ ম্যাচে জয় পেয়েছে শেষ দশ মিনিটের গোলে।

অবশ্য লিভারপুলের এমন পারফরম্যান্সকে নেহাত ভাগ্য বলা চলে না। ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে সবচেয়ে আক্রমণত্মক ভাবে মৌসুম শুরু করেছে স্লট শিষ্যরাই। নতুন মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৯ গোল করেছে লিভারপুল।

শুধু এখানেই থামছে না লিভারপুলের এবারের মৌসুমের চিত্র। নতুন মৌসুমে মাত্র ৪ লিগ ম্যাচেই ৬০ বার প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েছে সালাহ-একিতিকে-ভির্টজরা।

এক্সপেক্টেড গোল ৬ দশমিক ৯৭। রক্ষণেও বেশ সাবলীল তারা। এক্সপেক্টেড গোল কন্সিড মোটে ৩ দশমিক ৭৫, যা লিগের তৃতীয় সর্বনিম্ন। সুতরাং লিভারপুলের সাফল্যকে একেবারেই ভাগ্য বলে উড়িয়ে দেয়া যায় না।

এসএইচ