লিভারপুলের শেষ সময়ের জয়সূচক গোল, স্মরণ করাচ্ছে ফার্গি টাইমকে
কোচ অ্যালেক্স ফার্গুসনের নব্বইয়ের দশকের বিখ্যাত ‘ফার্গি টাইম’কে স্মরণ করিয়ে দিচ্ছে আর্নে স্লটের লিভারপুল। এ মৌসুমের সব ম্যাচেই শেষ দশ মিনিটের গোলে জয় নিশ্চিত করেছে দলটি। আর এতেই শুরু হয়েছে সেই ‘ফার্গি টাইমের’ আলোচনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) তাদের শেষ ম্যাচেও ভার্জিল ভ্যান ডাইকের ৯২তম মিনিটে করা জয়সূচক গোলটি সেই আলোচনাটাকেই যেন জোরালো করছে।