প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণের বারগুলো ঢাকার ধোলাইপাড় থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলো সে।
আরও পড়ুন:
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।
তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





