নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলার ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক টাইমস পত্রিকা
ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক টাইমস পত্রিকা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবেন সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ওয়াশিংটন জানিয়েছে, ফ্লোরিডার আদালতে দায়ের করা হবে এ মামলা। যদিও এ বিষয়ে নিউইয়র্ক টাইমস এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি। এর আগেও মার্কিন আরেক সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল ও এবিসি নিউজের বিরুদ্ধে কয়েক কোটি ডলারের মানহানি মামলা করেন ট্রাম্প।

এএইচ