ক্ষমতাসীন সরকারকে চ্যালেঞ্জ জানাতে র‌্যালিতে নামলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

সুপারস্টার থালাপতি বিজয়
সুপারস্টার থালাপতি বিজয় | ছবি: সংগৃহীত
0

ভারতের ক্ষমতাসীন সরকারের ভিত্তি কাঁপিয়ে দিতে এবার আঁটঘাট বেধে মাঠে নেমেছেন ভারতের জনপ্রিয় তামিল সুপারস্টার থালাপতি বিজয়। দেশটির প্রতিটি রাজ্যে র‌্যালি উদ্দেশে বের হয়েছেন তিনি। গতকাল (শনিবার, ১৩ সেপ্টেম্বর) তামিল নাড়ুর ট্রিচু শহর থেকে যাত্রা শুরু করেন সারাজাগানো এ অভিনেতা। যেখানে অংশ নেয় তার লাখ লাখ সমর্থক।

দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের সরকার পতনের পর এবার সবার চোখ ভারতের দিকে। বহু বছর ধরে নানা সংকটে জর্জরিত ভারতের ক্ষমতাসীন সরকারের ভাগ্যে কী রয়েছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এ পরিস্থিতিকে বিজেপি সরকারের মসনদ নাড়িয়ে দিতে মাঠে নেমেছেন দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়া। আগামী বছর তামিল নাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নেয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন:

এরইমধ্যে থালাপতি বিজয়ার রাজনৈতিক দল ‘টিভিকে’ দক্ষিণের মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে দলের সঙ্গে লড়াইয়ে বিজয় ছিনিয়ে আনার প্রতিশ্রুতি জানায় দলের কর্মী-সমর্থকরা।

গেলো মাসেও থালাপতি বিজয়ার ডাকে সাড়া দিয়ে সমাবেশে যোগ দিয়েছেন লাখ লাখ মানুষ। সে সময় মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি।

চলচ্চিত্রে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণি এ তারকা। রাজনীতির মাঠেও অল্প দিনে তার জনপ্রিয়তা ছাড়িয়ে যাচ্ছে।

এফএস