শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার আদালতে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম

ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

প্রসিকিউটর তামিম জানান, আজ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা হাজির হতে পারেননি। রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর হওয়ায় সাক্ষ্যগ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে। এ সাক্ষীদের মাধ্যমে বিগত সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং জুলাই–আগস্টের গণহত্যার প্রমাণ উপস্থাপন করা হবে।

আরও পড়ুন:

তিনি আরও জানান, এ মাসের মধ্যেই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ করার প্রস্তুতি রয়েছে। অন্যদিকে, ২০১৬ সালে যশোরে দুই শিবির নেতাকে গুলি করার মামলায় অভিযুক্ত কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এএইচ