বেনাপোলে ‘কসাই’ মিজানকে গলা কেটে হত্যা

মিজানের মরদেহ নিয়ে যাচ্ছে পরিবারের সদস্যরা
মিজানের মরদেহ নিয়ে যাচ্ছে পরিবারের সদস্যরা | ছবি: এখন টিভি
2

যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়। সে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং পেশায় কসাই।

নিহত মিজানুর রহমানের স্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে, এজন্য ভ্যানচালক বাইরে থেকে ডাকাডাকি করছে। আমি উঠে বের হয়ে দেখি যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

আরও পড়ুন:

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।’

এসএস