চট্টগ্রামে শুরু হলো বিসিবি আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্ধোধন
আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্ধোধন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে প্রথমবারের মতো জেলা ও উপজেলার নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে আনার উদ্দেশে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্টসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘দেশে নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা ও তাদের বিকশিত করার জন্য এ ধরনের টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিভাগ থেকে যাত্রা শুরু হওয়া এ আয়োজন দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের প্ল্যাটফর্ম থেকেই ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্বদায়ক ক্রিকেটাররা উঠে আসবেন।’

আরও পড়ুন:

টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশগ্রহণ করছে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। মোট ২৭টি খেলায় দলগুলো অংশগ্রহণ করবে। ৮ সেপ্টেম্বর সেরা চার দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। জয়ী দল পাবে ১ লাখ টাকা।

সেজু