বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে ইইউ; ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস

নির্বাচন কমিশনার ও ইউরোপীয় ইউনিয়নের লোগো
নির্বাচন কমিশনার ও ইউরোপীয় ইউনিয়নের লোগো | ছবি: সংগৃহীত
1

গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের সঙ্গে কাজ করছে ইইউ। একইসঙ্গে আগামী নির্বাচন ঘিরে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহযোগিতার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব জানান তিনি।

সংস্থাটি ভোটার এডুকেশনসহ স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে কাজ করার আশ্বাস দেয়। ইসির সহযোগিতায় সন্তুষ্টির কথা জানিয়ে ইইউর রাষ্ট্রদূত জানান, ইসির দায়বদ্ধতা নিশ্চিতে কাজ করবেন তারা।

এছাড়াও বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ থেকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।

বাংলাদেশের নির্বাচনকে সব সময় গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, সেপ্টেম্বরের মাঝামাঝিতে নির্বাচনের প্রস্তুতি দেখতে সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে।

সেজু