এরপর জরুরি ভিত্তিতে আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়। গুলি চালানোর ৩৯ মিনিট পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সন্দেহভাজন বন্দুকধারী একজন সেনা সার্জেন্ট বলেও মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে ওঠে এসেছে।
জানা যায়, সন্দেহভাজন ব্যক্তি ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ড। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য। তবে তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিষ্ট হিসেবে যোগ দেন।
তবে কি কারণে এ বন্দুক হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। সন্দেহভাজনকে আটক করায় আপাতত আর কোনো হামলার শঙ্কা না থাকলে, সব বাসিন্দাকে দরজা-জানালা বন্ধ রেখে সতর্ক থাকতে বলা হয়েছে।





