মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় নিহত দুই সাইকেল আরোহী, আহত ১

দুর্ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ
দুর্ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ | ছবি: এখন টিভি
1

মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় পুলিশ বলছে, দুর্ঘটনাটি ছিল একটি ‘হিট অ্যান্ড রান’ বা ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার ঘটনা।

গতকাল শুক্রবার (১ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে জোহরের পারিত সালাম, পারিত ইউসুফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুয়ার পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রায়িজ মুখলিস আজমান আজিজ জানান। নিহত ও আহত তিনজন বাংলাদেশিরই বয়স ২১ বছর।

তারা উল্টো পথে সাইকেল চালিয়ে পারিত ইউসুফ থেকে বুকিত মোরের দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দিলে তিনজনই রাস্তার পাশে ছিটকে পড়েন। 

আরও পড়ুন:

দু'জন ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তৃতীয়জন হাত ও কাঁধে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি মুয়ার সুলতানা ফাতিমাহ বিশেষজ্ঞ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় জড়িত গাড়ির নম্বর কিংবা ধরন এখনো শনাক্ত করা যায়নি তবে তদন্ত চলছে।

এসএইচ