স্কুলছাত্র নিহাল হত্যা: ময়মনসিংহে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ময়মনসিংহে স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
ময়মনসিংহে স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ | ছবি: এখন টিভি
3

ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্র আবু রায়হান নিহাল হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ করেছেন সহপাঠী ও এলাকাবাসীরা। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ-শেরপুর সড়কের সখল্যা মোড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

একপর্যায়ে বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেন একটি সিএনজি অটোরিকশায় এবং ভাঙচুর করেন অভিযুক্তের বাড়ি, পরে তাতে আগুন লাগিয়ে দেন।

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের চলাচল শুরু হয়।

আন্দোলনকারীরা ঘোষণা দেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর গত ১৬ জুন ভাইটকান্দি গ্রামের একটি বাড়ির টয়লেট ট্যাংকি থেকে স্কুলছাত্র আবু রায়হান নিহালের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় নিহতের পরিবার ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এসএইচ