গাজীপুরে ৬ ভুয়া পুলিশ গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

বিভিন্ন সরঞ্জামসহ আটক ৬ ভুয়া পুলিশ
বিভিন্ন সরঞ্জামসহ আটক ৬ ভুয়া পুলিশ | ছবি: এখন টিভি
0

গাজীপুর মহানগরের পূবাইলে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ৬ যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। আজ (শনিবার, ১৪ জুন) দুপুরে মিরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, খেলনা ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, ব্যবহৃত হাতকড়া, পুলিশ স্টিকার, লাইট, ক্যাপসহ একাধিক ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নারায়নকুল এলাকার মৃত হাবিবের পুত্র ও দুবাই প্রবাসী সাব্বির রহমান (২৩), একই এলাকার রবিউলের ছেলে সিমান্ত খান (২০), বসুগাঁও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২), হারবাইদ এলাকার সুলতানের ছেলে শাহরিয়ার (১৯), বসুগাঁও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪), নারায়কুল এলাকার হারুনের ছেলে ও সাবেক পুলিশ সদস্য রিদয় (২০)।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃতরা পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এএইচ