শেরপুরে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আরো ১ জন গ্রেপ্তার

সাংবাদিকদের ওপর হামলায় জড়িত একজন গ্রেপ্তার
সাংবাদিকদের ওপর হামলায় জড়িত একজন গ্রেপ্তার | ছবি: এখন টিভি
1

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আরো ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম নাজমুল হক। সে নালিতাবাড়ির আন্ধারুপাড়া গ্রামের মৃত ইব্রাহিম খলিলের পুত্র। আজ (শনিবার, ৩১ মে) বিকেলে গ্রেপ্তারকৃত নাজমুলকে আদালতে পাঠায় পুলিশ।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, 'সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত আরো ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

উল্লেখ্য গত সোমবার দুপুরে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা উপস্থিতিতে দাওধারা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন। তাদের লাঞ্ছিত ও মারধর করে।

এতে ৬ সাংবাদিক আহত হন। পরে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো.আবু বকর সিদ্দীক।

ওইদিন রাতেই হামলার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে এই মামলায় এপর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করে নালিতাবাড়ি পুলিশ।

সেজু