এ বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হবে।
জানা গেছে, আগামী ২ জুন বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন।
এরই মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়।
আরো পড়ুন:
গত ১৯ মে বর্ধিত আলোচনার মাধ্যমে শেষ হয় কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা।
ঐকমত্য কমিশন জানায়, দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে দলগুলোর মধ্যে দ্বিমত হওয়া বিষয়গুলো নিয়ে। গুরুত্ব পাবে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ও সময়কাল নিয়ে।





