শেষ দিন (২২ মে) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে। আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে জ্ঞান চর্চা করতে হবে। পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান হবে না। যতক্ষণ না নিজেরা বদলাবো, ততক্ষণ আমাদের দেশ উন্নত হবে না।’
আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





