পাক-ভারত উত্তেজনা: সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি

সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ | ছবি: এখন টিভি
0

পাকিস্তান ও ভারতের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা সাতক্ষীরাতে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা জেলার মধ্যে ৩৬ কিলোমিটার স্থল সীমান্ত এবং ১৬৭ কিলোমিটার নদী সীমান্ত রয়েছে। এই বিশাল সীমান্তজুড়ে বর্তমানে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও শ্যামনগর এলাকার নীলডুমুরের ১৭ ব্যাটালিয়ন। সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়ানো হয়েছে জনবল ও টহলের সংখ্যা।

সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজী বলেন, 'বর্তমানে সীমান্ত এলাকায় কোনো অস্বাভাবিকতা নেই। তবে আগের তুলনায় বিজিবির টহল অনেক বেশি। আগে যেখানে ৫০০ গজ অন্তর একজন করে সদস্য দায়িত্ব পালন করতেন, এখন সেখানে ৩০০ গজ অন্তর টহল সদস্য মোতায়েন করা হয়েছে।'

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদমান জানান, সীমান্ত সুরক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।

সীমান্তবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে কোনো ধরনের গুজবে কান না দিতে অনুরোধ জানানো হয়েছে।

সেজু