পিএসএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ

পিএসএলে রিশাদ
পিএসএলে রিশাদ | ছবি: সংগৃহীত
0

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে পেছনে ফেললেন রিশাদ হোসেন। দুই সিনিয়রকে টপকে পিএসএলে বাংলাদেশিদের মধ্যে এখন সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ।

পিএসএলে নিজের প্রথম আসরেই বাজিমাত রিশাদ হোসেনের। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক ম্যাচেই তিন উইকেট শিকার করেন রিশাদ। পরের ম্যাচে আরো পাঁচ উইকেট নিজের ঝুলিতে তুলে নেন তিনি।

কিন্তু এরপরও অনিয়মিত হয়ে পড়েন একাদশে। তবে করাচি কিংসের বিপক্ষে একাদশে ফিরেই দারুণ রেকর্ড গড়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

করাচী কিংসের বিপক্ষে এক উইকেট শিকার করে ছাড়িয়ে গেছেন সাকিব-রিয়াদদের। পিএসএলে ১৪ ম্যাচে সাকিবের শিকার ৮ উইকেট। সমান সংখ্যক উইকেট রিয়াদ পেয়েছিলেন ৯ ম্যাচ খেলে। তবে পাঁচ ম্যাচ খেলেই তাদের টপকে গেলেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!