রোববারের পূর্বাভাসেও বজ্রবৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির ছবি
বৃষ্টির ছবি | ছবি: সংগৃহীত
0

আট বিভাগের কিছু জায়গায় আগামীকাল (রোববার, ৪ মে) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (শনিবার, ৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রোববার রংপুর, রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও এই পূর্বাভাসে জানানো হয়।

তবে উল্লেখ করা হয়, শনিবার থেকে আগামী ৫ দিনের এই সময়ে দিন এবং রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

কাল ঢাকায় সূর্যোদয় ৫টা ২২ মিনিটে।

এসএইচ