গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে ঝুটের গুদামে আগুন লাগার ঘটনার ক্যামেরায় ধারণকৃত ছবি | ছবি: এখন টিভি
0

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

আজ (শনিবার, ৩ মে) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, ‘আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ঝুট গুদামের আগুন পার্শ্ববর্তী বসতবাড়িতে ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় সারাবো ও ভোগড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একযোগে কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

এসএইচ