স্থানীয়রা জানান, আজ বুধবার বেলা ১১টায় নিজ ঘরে ছুলেখা বেগমের জবাইকৃত মরদেহ পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেয়া হয়।
এসময় এলাকাবাসীরা নিহতের স্বামী আ. রব মিয়াকে ধারালো অস্ত্র হাতে দেখতে পায় তাকে আটক করে রাখে। পরে পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থলে এসে আ. রব মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, বুধবার বেলা ১১ টার দিকে নিহত ছুলেখা বেগমের স্বামী আ. রব দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণে প্রথমে পিটিয়ে এবং পরে জবাই করে হত্যা করে তাকে। পুলিশ অভিযুক্ত স্বামী আ. রব মিয়াকে গ্রেপ্তার করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।





