হবিগঞ্জে এক পরীক্ষা কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি

চুনারুঘাট সরকারি কলেজের নাম ফলক
চুনারুঘাট সরকারি কলেজের নাম ফলক | ছবি: সংগৃহীত
0

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দাখিল পরীক্ষায় অবহেলার অভিযোগে একটি কেন্দ্রের ২৩ শিক্ষকের সবাইকেই পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ (সোমবার, ২১ ফেব্রুয়ারি) চুনারুঘাট সরকারি কলেজে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী।

তিনি জানান, সকালে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ভেন্যু চুনারুঘাট সরকারি কলেজে শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র পরীক্ষা চলছিল। নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে তিনি কেন্দ্রটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য নির্ধারিত ভিন্ন সেটের নিয়ম উপেক্ষা করে অধিকাংশ শিক্ষার্থীকে একই সেট কোডে পরীক্ষা দিতে দেয়ার বিষয়টি তার নজরে আসে।

নির্দেশনা অনুযায়ী প্রতিটি কক্ষে একাধিক সেট কোডে প্রশ্নপত্র দেয়ার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কেন্দ্রটি তা লঙ্ঘন করেছে। এমন দায়িত্বে অবহেলার প্রেক্ষিতে কেন্দ্রের ২৩ জন শিক্ষককেই পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কঠোর মনিটরিং করা হবে।

এএইচ