নিহত পলান ঢাকুলি গ্রামের বাসিন্দা মঙ্গল বেপারির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জাগীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সি এম খালেক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পলান নিজ বাড়ির পাশের মাঠে করলা খেতে কাজ করতে যান। বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে আসে এবং শুরু হয় বজ্রপাতসহ ভারী বৃষ্টি। দীর্ঘ সময় পরেও পলান বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পর করলা খেতে গিয়ে পলানের দেহ পড়ে থাকতে দেখেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, 'বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বজ্রপাতের সময় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।'





