মডেল তৈরি করা হয়েছে ৩টা স্থান নিয়ে:
১. মসজিদুল আকসা কমপ্লেক্স-যেখানে বোঝানো হয়েছে ডোম অব রক এবং কিবলা মসজিদের পার্থক্য।
২. ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা (খান ইউনুস) - ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সফলতম ইউনিভার্সিটি কে কীভাবে ধ্বংস করা হলো।
৩. মাস্ক অফ গাজা: শতবছরের পুরানো স্থাপত্যের প্ল্যান, ঐতিহাসিক অবস্থান এবং দর্শন।
গাজা স্ট্রিপের দুটি স্থাপনা এবং জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসার ঐতিহাসিক অবস্থান শিশুদের বোঝানো হয়েছে। তারপর আগ্রহ এবং সচেতনতার সঙ্গে প্রতিটা স্থাপনা বানাবার চেষ্টা করেছে শিশুরা।
ফিলিস্তিনে ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন অঞ্চল এবং বসবাসরত মানুষের প্রতি সহমর্মিতা জানাতে শিশু স্থাপত্য শিক্ষার্থীরা মাস্টারপ্ল্যান তৈরি করেছে। তারা স্বপ্ন দেখে এসব অঞ্চলে আবার শিশুদের কলকাকলিতে ভরে উঠবে এবং মুখরিত হবে বিদ্যালয়।
শেষে ফিলিস্তিনে সকল নিপীড়িত মানুষ এবং শহীদদের প্রতি অকুণ্ঠ দুয়া, শ্রদ্ধা এবং সমর্থন দেন শিশু স্থাপত্য শিক্ষার্থীরা।