কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেবে ১৫ সাঁতারু

কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিবে ১৫ সাঁতারু | এখন
0

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে কুতুবদিয়া বড়কুপ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাহাড়থেকে.কম কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫’। শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় এ বিশেষ সুইমিং ইভেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)।

৫ কিলোমিটার দীর্ঘ কুতুবদিয়া-পেকুয়া চ্যানেল পাড়ি দিতে এই প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন অঞ্চলের ১৫ জন দক্ষ সাঁতারু।

সমুদ্র দূষণ রোধ, উপকূলীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং সাঁতারকে জনপ্রিয় করতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজনটির উদ্বোধন করবেন বোয়াসের উপদেষ্টা মোহাম্মদ শিমুল চৌধুরী। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘পাহাড়থেকে.কম’।

ইএ