বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে জমায়েত করেন। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল।
তুরস্কের বিভিন্ন স্থানে সাপ্তাহিকভাবে সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি।
এরই অংশ হিসেবে ইস্তাম্বুলে এই সমাবেশ হয়েছে। সমাবেশ বিরোধী নেতা ওজগুর ওজেল অভিযোগ করেন, প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কে সামরিক শাসন চালাচ্ছে। তারা জনগণের দাবিকে উপেক্ষা করে নিজেদের গদি রক্ষা করছে।
গেল ১৯ মার্চ ইস্তাম্বুলের মেয়র ইমামোলুকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে আসে।
বিক্ষোভ দমাতে ক্ষমতাসীন এরদোয়ান সরকার ২ হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করে।