প্যারিসে বর্জ্য কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্যারিসে বর্জ্য কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২০০ দমকলকর্মী | এখন
0

ফ্রান্সের প্যারিসে একটি বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিশাল অবকাঠামো। প্রায় ২০০ দমকলকর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (৭ এপ্রিল) প্যারিসের স্থানীয় সরকার বিভাগের ১৭তম অ্যারোন্ডিসমেন্টের ভবনে ছড়িয়ে পড়ে আগুন।

ভবনের ভেতরে থাকা সব কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া রাজধানীর আকাশ ছেয়ে যায়। এর পাশের শহরের একটি নতুন আদালত ভবন ছিল।

সতর্কতার জন্য জনসাধারণকে ওই এলাকা থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় শহর কর্তৃপক্ষ।

বন্ধ করে দেয়া হয় চারপাশের গুরুত্বপূর্ণ কিছু সড়ক। আগুন লাগা প্ল্যান্টটি প্যারিসের প্রায় ১০ লাখ বাসিন্দার গৃহস্থালি বর্জ্য নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছিল। ভবনটির বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

ইএ