গণতান্ত্রিক সরকারকে হঠিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই বিপর্যস্ত মিয়ানমারের রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক অবস্থা।
২৮ মার্চের ভূমিকম্পের পর আরো বিপর্যয় নেমে এসেছে মানুষের দৈনন্দিন জীবনে। এরপরও ভূমিকম্পের কবলে পড়ে অতিরিক্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না জান্তা সরকার।
ভূমিকম্পের পরও জান্তা বিরোধীদের ওপর ৫৩ বার হামলা করেছে জান্তা সরকার। অথচ গেল ২ এপ্রিল ঘোষণা করা হয়েছিলো সাময়িক অস্ত্রবিরতি।