মিয়ানমারে ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তি উদ্ধার

মিয়ানমারে ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তি উদ্ধার | এখন
0

মিয়ানমারে ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে চীনের উদ্ধারকর্মীরা। মান্দালেতে ভেঙে পড়া হোটেলের ধ্বংসস্তূপের নিচ থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এদিকে, ধসে পড়া আশ্রম থেকে অন্তত ৩০ জন ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে শুক্রবার মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

গেলো বুধবার মিয়ানমারের মধ্যাঞ্চলে এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।

এএইচ