'ধীরে ধীরে পুলিশের মনোবল ফিরে আসছে'

দেশে এখন
0

ধীরে ধীরে পুলিশের মনোবল ফিরে আসছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ২ এপ্রিল) ঈদ পুনর্মিলনীর উদ্দেশে খিলক্ষেত, ভাটারা, বাড্ডা থানা পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'কোনো মামলায় কাউকে বিনা অপরাধে হয়রানি করা যাবে না।'

সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশে জঙ্গিবাদের আশঙ্কা রয়েছে কি না? সব শঙ্কা উড়িয়ে দিয়ে উপদেষ্টা বলেন, '৫ আগস্টের পরে দেশে জঙ্গিবাদের ঘটনা ঘটেনি। আমরা সবাই মিলে কাজ করবো জঙ্গিবাদ দমনে।'

সবশেষ তিনি জানান, আইনশৃঙ্খলা ভালো,তবে আরও ভালো করতে হবে।

এসএস