আটক মুজিবুর রহমান মোল্লা শ্যামনগর উপজেলার আবারচন্ডিপুরের কদমতলা এলাকার আফতাপ উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির পাশের ফিল্টারে পানি আনতে যায়। সেখানে মজিবর রহমান মোল্লা শিশুটিকে একা পেয়ে কাছে ডাকেন। পরে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মজিবুর রহমানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।