নেত্রকোণায় ২৪ হাজার পিস ভারতীয় ব্লেড জব্দ, আটক ২

নেত্রকোণায় ২৪ হাজার পিস ভারতীয় ব্লেড জব্দ, আটক ২ | এখন
0

নেত্রকোণার দুর্গাপুরে পৃথক স্থানে অভিযানে ২৪ হাজার পিস ভারতীয় ব্লেডসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত ব্লেডের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৪ হাজার টাকা।

আজ (শুক্রবার, ২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান। এছাড়াও বিকেলে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ঘোঁড়াগাও গ্রামের ফজল মিয়া (৩০) ও একই উপজেলার গৌরীপুর গ্রামের বাচ্চু মিয়া (৪০)।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোদারীয়া চৌরাস্তা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজল মিয়া পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার সাথে থাকা দুইটি বস্তা থেকে ১৬ হাজার পিস ভারতীয় ব্লেড জব্দ করা হয়।

অপরদিকে শুক্রবার সকালে একই সড়কের শিমুলতলী বাজার এলাকায় আরেক অভিযানে একটি বস্তায় আরো ৮ হাজার পিস ভারতীয় ব্লেডসহ বাচ্চু মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, 'আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দীর্ঘদিন ধরেই ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে এইসব ব্লেড বাংলাদেশে এনে বিক্রি করে আসছিল তারা।'

সেজু