আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) সকালে উপজেলার রাইল্লা গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন। নিহত আনোয়ার সাটুরিয়া উপজেলার রাইল্লা গ্রামের মৃত কিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের মা সেতারা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মায়ের চিকিৎসার জন্য তিনি নিজের জমানো টাকা খরচের পাশাপাশি জমিও বিক্রি করেন।
কিন্তু চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝা বাড়তে থাকে। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর কাছ থেকে ধার নিয়েও মায়ের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি তিনি। পরিস্থিতির চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়দের ধারণা।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।