সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে ভারতের নাগপুরে বিক্ষোভ

.
এশিয়া
বিদেশে এখন
0

ভারতের মহারাষ্ট্র থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে নাগপুরে বিক্ষোভ নেমেছে কয়েক হাজার মানুষ। সেসময় দোকানপাট ভাঙচুরে, গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরের বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানায় নাগপুর পুলিশ।

ইতোমধ্যেই সেখান থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের আইন ভঙ্গ না করে ধৈর্য ধরার আহ্বান জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাভিস।

এসএস