চট্টগ্রামে অভ্যন্তরীণ কোন্দলে যুবদল কর্মী খুন

চট্টগ্রামে অভ্যন্তরীণ কোন্দলে যুবদল কর্মী খুন | এখন
0

অভ্যন্তরীণ কোন্দলের জেরে চট্টগ্রামের প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন কমর উদ্দিন জিতু নামের এক ইউনিয়ন যুবদল কর্মী। শনিবার (১৫ মার্চ) রাতে হলদিয়া আমির হাট বাজারের পশ্চিমদিকে তাকে ছুরিকাঘাত এবং পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, নিহত কমর উদ্দিন; গিয়াস উদ্দিন চৌধুরীর অনুসারী। দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটান। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এসে বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের সঙ্গে চলাফেরা করতে থাকেন।

স্থানীয়রা জানান, রাউজানে মাটিকাটা, ফসলি জমির ভরাট কাজ এবং সর্ত্তা খালের বালু উত্তোলন নিয়ে কয়েকটি সিন্ডিকেটের দ্বন্দ্ব চলছে। এ নিয়ে গত কয়েক মাস একটি গ্রুপের সাথে বাকবিতণ্ডা, মারামারি হয় কমর উদ্দিনের।

এছাড়া রাজনৈতিক বিষয় ও আধিপত্য বিস্তার নিয়েও দুই পক্ষের উত্তেজনা চলছিল। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাত পৌনে ১০টার দিকে আমির হাট বাজারে তার সঙ্গে বিবাদ হয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে।

দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেজু