বেশ কিছুদিন ধরেই স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিসহ বেশ কয়টি দাবি জানিয়ে আসছিল বাম সংগঠনগুলো। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার ও কয়েকটি বাম সংগঠনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর বিভিন্ন পক্ষ থেকে পুলিশের উপর হামলার অভিযোগ উঠে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ‘কোন ষড়যন্ত্রকারী দিল্লির প্রেসক্রিপশনে, আওয়ামী লীগের পাচার করা হাজার হাজার কোটি টাকায় যদি ষড়যন্ত্র করে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করে দিতে চায়, রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে ধ্বংস করে দিতে চায়, আমরা ওদের বিষদাঁত উপড়ে ফেলবো।’
এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের চেতনায় শাপলার ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকেও গণজাগরণ মঞ্চের সাথে জড়িতদের প্রতিহত করার ঘোষণা দিয়ে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচি পালনকারীদের মধ্যে একজন বলেন, ‘দেশে স্থিতিশীল অবস্থা তখনই আসবে যখন এই শাহবাগী দোসরদেরকে আমরা কোথাও রাজপথে না দেখবো।’
অন্যদিকে শহিদ মিনার থেকে বাম সংগঠনগুলোর গণ মিছিলের কর্মসূচি থাকলেও তা স্থগিত করা হয়। এসময় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অবিলম্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় নেতারা।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহিন শাহরিয়ার রেজা বলেন, ‘৫ আগস্টের পর থেকে যে মব সন্ত্রাস চলছে সেটা বন্ধ করতে হবে। একইসাথে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, সেগুলোর সুষ্ঠু বিচার করতে হবে।’
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।