'ফ্যাসিস্ট শেখ হাসিনা হত্যা করেছে অসংখ্য মানুষকে'

.
এখন জনপদে
রাজনীতি
0

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসনামলে বলেছিলেন ১০ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, সার কীটনাশক ফ্রি দেবে। কিন্তু ফ্রি না দিয়ে ৬০ লক্ষ মানুষের নামে কেস (মামলা) দিয়েছে, কেস দিয়েছে আলেম-ওলামাদের নামেও। হত্যা করেছে অসংখ্য মানুষকে।

আজ (শুক্রবার, ১৪ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের নেত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা কেস ও সাজা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের নেত্রীর পুত্র তারেক রহমানের নামে কেস দিয়ে বিদেশে পাঠিয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে কেস দিয়ে সাজা দিয়ে তাকে হত্যা করেছে।'

তিনি আরো বলেন, 'শুধু তাই নয়, হেফাজতের উপর হামলা করে অসংখ্য আলেম অলামাদের হত্যা করেছে। হত্যা করেছে বিডিআরের প্রধানসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে। এই হত্যা করে শেখ হাসিনা পৃথিবীর জঘন্যতম কাজ করেছে। তাতেও সে ক্ষ্যান্ত হয়নি।'

হাবিবুল ইসলাম হাবিব বলেন, 'জামায়াতের আমির নিজামী, বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরি, মুজাহিদ ও সাইদী সাহেবের মত অসংখ্য লোককে মিথ্যা সাজা দিয়ে হত্যা করেছে। এতো গুলো মানুষকে হত্যা করেও তার শেষ রক্ষা হয়নি। তাকে কিন্তু ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।'

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়াসহ বিএনপির নেতাকর্মীরা।

ইএ