‘৬ সংস্কার কমিশনের কিছু সুপারিশের ব্যাপারে রাজনৈতিক মতামতের প্রয়োজন নেই’

.
দেশে এখন
0

৬টি সংস্কার কমিশনের কিছু সুপারিশের ব্যাপারে রাজনৈতিক মতামতের প্রয়োজন নেই। সেগুলো যতদ্রুত সম্ভব কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ইতোমধ্যে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর মামলা নিষ্পত্তি যতদ্রুত সম্ভব শেষ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

প্রেস উইং আরো জানায়, বিগত সরকারের সময় সারাদেশে মডেল মসজিদ নির্মাণের সময় প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় হয়েছে, ধর্ম মন্ত্রণালয়কে এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

জ্বালানি আমদানির বকেয়া দ্রুত পরিষদের সিদ্ধান্তও হয়েছে এই সভায়। এছাড়াও বিএসএমএমইউর নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতু্ন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের নাম সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম রেখে অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।

ইএ