ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার, গ্রেপ্তার ৪

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরি যাওয়া ২ মাস ১৭ দিন বয়সী শিশু সায়ান আহমেদকে গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় শিশু চুরির মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত পৌনে ১টার দিকে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর যৌথ অভিযানে উপজেলার মুলাইদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারতকৃত ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নুলতলা বড়বাড়ী গ্রামের রাজু কবিরাজ (২২), তার স্ত্রী সোনালী আক্তার শিরিন (২০), নেত্রকোণার কলমাকান্দা থানার চকপাড়া গ্রামের মো. লিটন মিয়া (৩৫) ও লাভলী বেগম (৩৯)।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) সালমান নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি এলাকার মোছা. হাসি আক্তার তার অসুস্থ শিশুপুত্র সায়ান আহমেদকে ৯ মার্চ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। পরদিন ১০ মার্চ সন্ধ্যায় ওয়াশরুমে যাওয়ার আগে পাশের এক অপরিচিত নারীর কাছে শিশুটিকে রেখে যান। ফিরে এসে দেখেন, সন্তানসহ সেই নারী নিখোঁজ।

পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ জানায়। পরে শিশুটির বাবা মো. শিমুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় অপহরণ মামলা করেন। পরে র‍্যাবের অনুসন্ধানে অভিযুক্তরা গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় আত্মগোপনে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া শিশুটিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএ