রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ

ড. বদিউল আলম মজুমদার
ড. বদিউল আলম মজুমদার | এখন
0

রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, 'অতীতে আঁতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেজন্যই তথ্য প্রকাশে অনীহা ছিল।'

আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) দুপুরে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তথ্য কমিশনের কার্যকারিতা ও আইনের সংশোধনী নিয়ে বেশ কিছু সুপারিশ করা হয়।

বলা হয়, বিদ্যমান আইনে তথ্য দেয়ার ক্ষেত্রে কোন সময়সীমা নির্ধারিত নেই। তাই কমপক্ষে ৭ দিন এবং আপিল আবেদনকারীকে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রদানের বিধান রাখার সুপারিশ করে ফোরাম।

তথ্য কমিশনকে সাংবিধানিক সংস্থা করার তাগিদ দিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, 'এখনো কেন তথ্য কমিশন গঠিত হলো না, সেই জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে।'

সেজু