নির্বাচিত সরকার ছাড়া বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব না: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: এখন টিভি
0

নির্বাচিত সরকার ছাড়া নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বুধবার, ৫ মার্চ) বেলা ১২ টায় রাজধানীর বনানীতে একটি আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এসব সমস্যা অন্তর্বর্তী সরকারের পক্ষে সমাধান না সম্ভব না।’

আমির খসরু বলেন, ‘যেসব বিষয় ঐকমত্যে না পৌঁছাবে সেসব বিষয় জনগণের ওপর ছেড়ে দেয়া উচিত।’

এসময় শেখ হাসিনার বিচারের বিষয়ে বলেন, তার বিচার চায় না দেশে এমন কেউই নেই। পাশাপাশি যে সরকারই আসুক শেখ হাসিনার বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া দেশের বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এর আগে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা দেশের সব শিল্প প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ মুক্ত রাখতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

এছাড়া জাহাজ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

এএইচ