জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোরশেদ আল মাহমুদ জানান, রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যেন ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য শহরের পৌর বাজারে অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, ‘অভিযানে পৌর বাজারের দুইটি দোকানে মূল্য তালিকা ও ক্রয়কৃত পণ্যের মূল রশিদ না থাকায় দুই সবজি ব্যবসায়ীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা ও আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে বাজারে মূল্য তালিকা রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে জেলা কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।