চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড-দ. আফ্রিকা

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড-দ. আফ্রিকা | এখন
0

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে লাহোরে মাঠে নামবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায়।

বি গ্রুপে আফগানিস্তান ও ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। অন্যদিকে নিউজিল্যান্ড পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হেরে হোঁচট খায়। নক আউট ম্যাচের আগে ইনজুরির শঙ্কা প্রোটিয়া দলে। টপ অর্ডার ব্যাটার এইডেন মার্করামের জন্য অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে তার দল।

মুখোমুখি ৭৩ ম্যাচে প্রোটিয়াদের জয় ৪২ ম্যাচে। তবে টুর্নামেন্ট শুরুর আগে সবশেষ দেখায় লাহোরে ৬ উইকেট হাতে রেখেই ৩০৪ রান তাড়া করে জিতেছিল ব্ল্যাকক্যাপসরা, এটিই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরকে মানসিকভাবে কিছুটা এগিয়ে রাখবে।

এএইচ