রমজানে রাজধানীতে মূল্যছাড়ে পণ্য বিক্রি করছে সিটি গ্রুপ

রমজানে রাজধানীতে মূল্যছাড়ে পণ্য বিক্রি করছে সিটি গ্রুপ | এখন টিভি
0

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ মূল্যছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এই আয়োজন চলবে পুরো রমজান জুড়ে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে পণ্য সরবরাহ ও বিক্রয় কেন্দ্রের সংখ্যা। এদিকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ ভোক্তারা।

প্রতিবছরের মতো এবারও রমজানের প্রথমদিন থেকেই শুরু হয়েছে বিশেষ মূল্যছাড়ে সিটি গ্রুপের পণ্য বিক্রির কার্যক্রম। প্রাথমিকভাবে ১৯টি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

রোববার বেলা ১২ টার দিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। প্রাথমিক পর্যায়ে পাঁচটি কাভার্ড ভ্যানে মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, কারওয়ান বাজারসহ ১০ থেকে ১৫টি স্থানে ঘুরে ঘুরে বিক্রি করা হবে মূল্য ছাড়ের এসব পণ্য। এ সময় সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, চাহিদা অনুযায়ী বাড়ানো হবে বিক্রয় কেন্দ্র।

সিটি গ্রুপের বিপণন ও বিক্রয় পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী বলেন, 'আমরা পাঁচটি ট্রাক রমজান মাসে নিয়মিত চালাবো। বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কাজ করবে। ১৫ থেকে ২০টি পয়েন্ট আমরা প্রথমত ঠিক করে নিয়েছি। যদি প্রয়োজন হয় পয়েন্ট আমরা আরও বাড়াবো।'

ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে সয়াবিন তেল, ছোলা, চিনি ও মসুর ডাল। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কেনার এই সুযোগে রোজার প্রথম দিন থেকেই বিক্রয় কেন্দ্রগুলোতে ভিড় করেছেন ক্রেতারা।

সিটি গ্রুপের একজন কর্মকর্তা বলেন, 'সয়াবিন তেল, চিনি, ছোলা এবং রমজানকে সামনে রেখে, রমজানে যেসব পণ্য মানুষের দরকার হয় সেগুলোর জন্যই উৎসবমুখরভাবে বেশি কেনাবেচা হচ্ছে।'

এদিকে, রোজা আসলেই অসাধু ব্যবসায়ীরা উচ্চমূল্যে পণ্য বিক্রি করে। যার প্রভাব পাড়া মহল্লার দোকানগুলোতে। এমন বাস্তবতায় সাশ্রয়ী মূল্যে সিটি গ্রুপের পণ্য বিক্রির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

একজন ক্রেতা বলেন, 'সাধারণ জনগণ যেন ন্যায্যমূল্যে কিনে খেতে পারে তার জন্য এটা অনেক ভালো হয়েছে।'

সাধারণ মানুষের কথা চিন্তা করে সিটি গ্রুপের মতো ভোগ্যপণ্য উৎপাদনকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। একই সাথে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণের আহ্বানও জানান তারা।

এসএস