'বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি শুরু করবো'

0

বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি শুরু করার কথা বলেছেন নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'আপনাদের সাথে দেখা হবে তরুণদের বাংলাদেশে। গণভবনে কে যাবে সেটা নির্ধারণ হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না।'

তিনি বলেন, 'বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি শুরু করবো।'

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, 'আমাদের মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না।'

এসএস