স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-মানববন্ধন

0

দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন।

আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি এলাকায় এসে শেষ হয়। এ সময় সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। হঠাৎ করে নারী প্রতি সহিংসতায়তা বন্ধের পাশাপাশি ব্যর্থতার দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করেন তারা। এসময় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে সদস্য সচিব ফুয়াদ ভুঁইয়াসহ অন্যান্যরা বক্তব্য দেন।

ইএ