ময়মনসিংহে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে রড লুটের ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতিতে ব্যবহৃত ট্রাক ও লুণ্ঠিত রড উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ডাকাতির মালামাল কেনার দায়ে এক দোকানিকেও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, গত ৩০ জানুয়ারি ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি এলাকা থেকে ট্রাক থেকে রড লুট করে নিয়ে যায় ডাকাতরা।

গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এধরনের রোড ডাকাতিতে দীর্ঘদিন ধরে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলেও জানান তিনি। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃতদের সাতদিনের রিমান্ড আবেদন করে বিকেল ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এএইচ