তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে শক্তিশালী পররাষ্ট্র নীতি কাজে আসবে না।’
বাংলাদেশের গবেষণা গুলোকে আরো কার্যকরী করতে হবে উল্লেখ করে রাজনীতিবিদদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এসময় দেশের সব জায়গায় সীমানা সুরক্ষায় গুরুত্ব দেন সেনাপ্রধান।
সদ্য আত্মপ্রকাশ করা ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেন, ‘প্রতিষ্ঠানটি রাষ্ট্রে সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিংক ট্যাংক হিসেবে গবেষণা কাজ করবে।’
এসময় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানসহ সাবেক ও বর্তমান সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।